• ফিচার ডেস্ক
  • ০১ জুলাই ২০১৭ ১১:৩৪:৪৫
  • ০১ জুলাই ২০১৭ ১১:৩৪:৪৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

মরলে মইরা যামু, কিন্তু আর...

প্রতীকী ছবি

হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত। যার অপারেশন হবে সেই নারীকে চিকিৎসক জিজ্ঞেস করলেন : আপনার বয়স কত?

২৮ বছর

ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই-

৩২ বছর

অ্যানেসথেসিয়ার জন্যে প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।

৩৭ বছর সর্বোচ্চ।

বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন; বেশি হলে কিডনি অ্যাফেক্ট হতে পারে।

৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।

আমার সন্দেহ হচ্ছে, আকেবার ভেবে বলুন, প্লিজ!

রোগী এবার হাসপাতাল ফাটানো চিৎকার দিয়ে বললেন : কসম খোদার! ৪৮ বছর! এইবার মইরা গেলে যামু, কিন্তু আর একদিনও বাড়াইতে পারুম না...

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1492 seconds.