ফাইল ছবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। বুধবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির তৃতীয় সভায় ভর্তি আবেদনের সময় আগামী ১০ অক্টোবর তারিখ পর্যন্ত (ছুটির দিনসহ দিন-রাত যে কোন সময়) বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) এবং মোবাইল নম্বর ০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ এর মাধ্যমে জানা যাবে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত অপরিবর্তিত থাকবে।