ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। রোববার দুপুরে আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি ইউনিটের ২৬৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে মেধাক্রম অনুযায়ী ‘বি’-১ (১ থেকে ১১৯) ১৩৭ জন ও ‘বি’-২ (১ থেকে ১১০) ১৩০ জন প্রার্থীর সাক্ষাৎকার আগামী ১৪ নভেম্বর ডিনস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।’
‘এর আগে নির্বাচিত প্রার্থীকে অনলাইনে ৭ থেকে ১২ নভেম্বর রাত ১২টার মধ্যে সাবজেক্ট চয়েজ ফরম পূরণ করতে হবে।’
‘সাক্ষাৎকারের সময় অবশ্যই প্রার্থীকে ডাউনলোড করা সাবজেক্ট চয়েস ফরম, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি বা সমমান রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।’
‘সাক্ষাৎকারের পর ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষমান তালিকা আইন অনুষদের নোটিশ বোর্ডে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’
‘বি’ ইউনিটের ফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে (http://admission.ru.ac.bd/undergraduate/) এই ঠিকানায়।#
গত ২৩ অক্টোরব দুটি শিফটে (বি-১ ও বি-২) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়