রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে (‘বি’ ইউনিটে) পাশের হার মাত্র ০.৮৪ শতাংশ।
রোববার সন্ধ্যায় আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়।
এ বছর আইন অনুষদের অধীনে ১৬০টি আসনের বিপরীতে ৩১ হাজার ৮৬৯ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ২৬৭ জন।
এ বিষয়ে আইন অনুষদের ডিন আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় পাশ করেছে ৬৯৮ জন ভর্তিচ্ছু। তবে ২০ নম্বরের লিখিত পরীক্ষায় পাশ করেছে ২৬৭ জন। নিয়মানুযায়ী আমরা ২৬৭ জনকেই সাক্ষাৎকারের জন্য নির্বাচিত করেছি।’
যদি ২৬৭ জনকে দিয়ে ১৬০ টি পূর্ণ না হয় তবে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আশা করছি, এর মধ্যেই ১৬০ জনকে পেয়ে যাবো। তবে যদি এটা পূরণ না হয়, কী সিদ্ধান্ত আসবে বা আসবে না, সেটা আমি বলতে পারছি না। এটা ভর্তি পরীক্ষা কমিটি দেখবে।’
ভর্তি পরীক্ষার উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা বলেন, ‘আইন বিভাগে ২৬৭ জনেই আসন পূরণ হয়ে যাওয়ার কথা। সাক্ষাৎকারের পর বোঝা যাবে, কী অবস্থা হয়। তখন সিদ্ধান্ত নিবে ডিন, পরীক্ষা কমিটি। তবে আমরা আশাবাদী এ সংখ্যাতেই পূরণ হয়ে যাবে।’
গত ২৩ অক্টোবর দুটি শিফটে (বি-১ ও বি-২) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ নভেম্বর মেধাক্রম অনুযায়ী ‘বি’-১ থেকে ১৩৭ জন ও ‘বি’-২ থেকে ১৩০ জন প্রার্থীর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।