ফাইল ছবি
শুক্রবার অনুষ্ঠিতব্য অগ্রণী ব্যাংকের নিরীক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত কেন্দ্রের বদলে পরীক্ষার সিট অন্য কেন্দ্রে পড়ায় কর্তৃপক্ষ পরীক্ষাটি স্থগিত করে দেয়।
বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক মোশাররফ হোসেন খান জানান, ৫০টি পদের বিপরীতে প্রায় ১৬ হাজার প্রার্থীর পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নেওয়ার কথা ছিল। ঢাকার দনিয়া কলেজে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সিট পড়েছে মিরপুর সরকারি গার্লস স্কুলে। ওই স্কুলে আসনসংখ্যা কম থাকায় পরীক্ষাটি নেওয়া সম্ভব হচ্ছে না।
দনিয়া কলেজে ৩ হাজার ৭০০ পরীক্ষার্থীর আসনব্যবস্থা ছিল। কিন্তু মিরপুর গার্লস স্কুলে অনুরূপ আসনব্যবস্থা না থাকায় পুরো পরীক্ষা স্থগিত করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে। এ জন্য দুঃখপ্রকাশ করেন ব্যাংকের মহাপরিচালক। পরীক্ষার তারিখ পরে জানানো হবে বলেন তিনি।