রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ৩ ডিসেম্বর শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেন।
খাদেমুল ইসলাম মোল্ল্যা জানান, ইতোমধ্যে নয়টি ইউনিটের মধ্যে সাতটির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। বাকি ইউনিট দুটির ভাইভা এখনো শেষ হয়নি। ভাইভা শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। ৩ ডিসেম্বর থেকেই সব ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ২২ থেকে ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নয়টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd)।