প্রতিকী ছবি
এক নারী তাঁর দুই প্রেমিককে দেখা করতে হাসপাতাল চত্বরে আসতে বলেন। স্থান এক হলেও দু'জনকে আলাদা আলাদা সময়ে দেখা করতে আসতে বলেছিলেন তিনি। কিন্তু সময়ের হেরফেরে মুখোমুখি দেখা হয়ে গেল তিনজনের!
এর পরেই ঝামেলা লেগে গেল দুই প্রেমিকের! প্রথমে ধস্তাধস্তি। তারপর হাতাহাতি। একপর্যায়ে ঘুষিতে জ্ঞান হারান একজন। হাসপাতালে নিলে চিকিৎসকেরা জানান তিনি মারা গেছেন।
শনিবার কলকাতার বসিরহাট হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে। বসিরহাটের আরএন রোডের বাসিন্দা প্রদীপ দত্ত (৫৫) নামে ওই প্রেমিককে হত্যার অভিযোগে পুলিশ টাকির বাসিন্দা সুজিত বিশ্বাস নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে।
আর ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। জেরায় তিনি প্রদীপ ও সুজিতের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন।
প্রদীপ বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা করতেন। সেই সূত্রেই বিবাহিত ওই নারী সঙ্গে পরিচয়। তাঁর সঙ্গে আগেই সুজিতের সম্পর্ক ছিল। ওই নারী শনিবার এক আত্মীয়কে দেখতে হাসপাতালে যান। সেখানে আগেই পৌঁছেছিলেন প্রদীপ। একটি দোকানে তিনি চা খাচ্ছিলেন। সেই সময় সুজিতকে ওই মহিলার সঙ্গে কথা বলতে দেখেন। সন্দেহ হওয়ায় সুজিতের দিকে তেড়ে যান।