একটি সুন্দর ও উজ্জ্বল মুখমন্ডল আমরা প্রত্যেকে হয়তো চায়। তাইতো আমরা নিজেকে সুন্দর করতে কত রকমের প্রসাধনী ব্যবহার করি। কত রকমের বিউটি ট্রিটমেন্ট, ফেসিয়াল করাই। আর এই ট্রিটমেন্ট গুলো যেমন ব্যয়বহুল তেমন রয়েছে এর খারাপ দিকও। তাই আপনি ঘরে বসেই খুব কম খরচেই করতে পারেন আপনার ত্বকের যত্ন। আর ত্বকের যত্নে টমেটো অনন্য উপাদান। টমেটো আপনার ত্বককে করবে উজ্জ্বল ও কোমল।
তাহলে জেনে নিন কিভাবে টমেটো দিয়ে স্থায়ীভাবে ত্বক উজ্জ্বল করবেন-
টমেটোর ক্লিনজার
২ চা চামচ টমেটোর রসের সাথে ১ চা চামচ লেবুর রস ও ১/২ চা চামচ চিনি মিশিয়ে একটি তুলার বাট দিয়ে আপনার মুখে ঘষে নিন ৫ মিনিট। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টমেটোর স্ক্রাব
৩ টেবিল চামচ টমেটোর রসের সাথে ১ টেবিল চামচ চালের গুঁড়া মিশিয়ে একটা পেস্ট তৈরী করে নিন। এরপর এটি মুখে লাগিয়ে ১০ মিনিট স্ক্রাব করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
টমেটোর ফেস প্যাক
২ টেবিল চামচ টমেটোর রসের সাথে ১ টেবিল চামচ বেসন ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরী করে নিন। এরপর এটি আপনার ফেসে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর ৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
ভালো ফল পেতে সপ্তাহে ৩ বার ব্যবহার করুন। দেখবেন ১ মাসেই আপনার ফেস স্থায়ীভাবে উজ্জ্বল হয়ে উঠবে।