ঘরে তৈরী নাইট ক্রিম। ছবি: সংগৃহীত
নিজেকে সুন্দর করে তোলার জন্য আমাদের কত ব্যস্ততা। এই সুন্দরের জন্য আমরা কতকিছুই না করি। বিভিন্ন রকম ক্রিম, বিউটি ট্রিটমেন্ট আরও কত কি। দিনের বেলাতে ত্বকের যত্নের সাথে সাথে রাতেও নিতে হয় ত্বকের যত্ন। তাই আমরা রাতে ত্বকের যত্নে ব্যবহার করি বিভিন্ন ব্রান্ডের নাইট ক্রিম। আর এই নাইট ক্রিম গুলো কেনা যেমন ব্যয়বহুল তেমনি এগুলো ত্বকের অনেক ক্ষতিও করে থাকে। তাই আপনার ত্বকের যত্নে আপনি নিজেই ঘরে বসে প্রাকৃতিক উপায়ে বানাতে পারেন নাইট ক্রিম।
এই ক্রিম বানানো খুবই সহজ আর খরচও কম। তাহলে জেনে নিন কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরে বসে বানাবেন নাইট ক্রিম।
উপকরণ:
১- কাঠ বাদাম
২- পেস্তা বাদাম
৩- টক দই
৪- মধু
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে পানি নিয়ে বাদাম গুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর বাদাম গুলোর খোসা ছাড়িয়ে নিন। এরপর একটা ব্লেন্ডারে বাদাম, টক দই ও মধু ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর একটি পাত্রে ঢলে নিন এবং ফ্রিজে সংরক্ষণ করুন। এই ক্রিমটি আপনি ফ্রিজে রেখে ৭ দিন সংরক্ষণ করতে পারবেন।
ব্যবহারবিধি:
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর এই ক্রিমটি লাগিয়ে সারারাত রাখুন। সকালে ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।