আমাদের অনেকের মুখেই ছোপ ছোপ কালো দাগ থাকে। আর মুখের এই কালো দাগ দূর করবে চালের গুঁড়ার তৈরী ফেস প্যাক। মুখের কালো দাগ দূর করতে চালের গুঁড়ার ফেস প্যাক অনেক কার্যকারী উপাদান। জেনে নিন কিভাবে তৈরী করবেন চালের গুঁড়ার ফেস প্যাক-
উপকরণ:
১- চালের গুঁড়া ২ চা চামচ
২- টক দই ২ চা চামচ
৩- মধু ২ চা চামচ
ব্যবহারবিধি:
প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া, টক দই ও মধু ভালো করে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরী করে নিন। এরপর আপনার মুখ ভালো করে ধুয়ে ফেস প্যাঁকটি লাগান। এরপর ২০ মিনিট অপেক্ষা করুন। ২০ মিনিট পর প্যাঁকটি শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
ভালো ফল পেতে সপ্তাহে ৩ দিন ব্যবহার করুন।
বাংলা/টিএ/এমএইচ