মুখ ধোয়ার সময় আমরা হয়তো ঘাড়ের অংশটুকুও ধুয়ে নিচ্ছি কিন্তু ময়েশ্চারাইজিং এর ক্ষেত্রে ঘাড় একেবারেই বাদ পরে যায়। আমরা প্রতিনিয়ত যেভাবে আমাদের মুখের যত্ন নেই সেভাবে কিন্তু ঘাড়ের অংশটির যত্ন নেওয়া হয় না। নানা ফেসপ্যাকের ক্ষেত্রেও আমরা গলাকে প্রাধান্য দিলেও ঘাড়কে মোটেই পাত্তা না দেওয়ায় ধীরে ধীরে ঘাড়ে কালো দাগ, বলিরেখা ও নানা সমস্যা দেখা দেয়। কিন্তু সুন্দর মুখের সাথে বেমানান কালো দাগ যুক্ত ঘাড় আপনার ইম্প্রেশনটাকেই নষ্ট করে দেয়। তাই আপনি চাইলে ঘরে বসেই আপনার ঘাড়ের এই কালো দাগ দূর করতে পারেন।
তাহলে জেনে নিন কিভাবে ঘরে বসেই দূর করবেন আপনার ঘাড়ের কালো দাগ-
লেবুর রস:
লেবুর রসে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যা সহজেই আপনার ঘাড়ের কালো দাগ দূর করবে।
একটি পাত্রে সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল নিন। এরপর এটি ভালো করে মিশিয়ে নিন। এরপর রাতে ঘুমানোর আগে এটি আপনার ঘাড়ে লাগান এবং সারা রাত রাখুন। টানা এক মাস এই মিশ্রণটি ব্যবহার করুন। ১ মাস পরে দেখবেন আপনার ঘাড়ের কালো দাগ মিলিয়ে গেছে।
চালের গুঁড়ার স্ক্রাব:
ঘাড়ের ত্বকের যত্ন নেওয়ার আগে প্রয়োজন ঘাড়ের মৃত কোষগুলো তুলে ফেলা। তাই চালের গুঁড়া নিন, খেয়াল রাখবেন চালের গুঁড়াটা যেন একদম মিহি না হয়। চালের গুঁড়ার সাথে টমেটো পেস্ট ভালো করে মিশিয়ে নিন। এরপর এই পেস্টটি আপনার ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানিতে হাত ভিজিয়ে এটি ঘষে ঘষে তুলে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করুন।
ময়েশ্চারাইজার:
ময়েশ্চারাইজার শুধু মুখে ও গলায় না, আপনার ঘাড়েও লাগান। সপ্তাহে একবার আমন্ড অয়েল গরম করে আপনার ঘাড়ে ম্যাসাজ করুন। রোদে বেরুবার আগে ঘাড়েও সানস্ক্রিন লাগান।
মেটালের গহনা এড়িয়ে চলুন:
যেসব মেটালের গহনায় ঘাড়ে কালো দাগ পরে সেগুলো এড়িয়ে চলুন।