• ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৬:১৭
  • ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৩৬:১৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রাবিতে প্রথমবার ছাত্রলীগের অনুষদ ও বিভাগ কমিটি

ছবি: সংগৃহীত

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম ‘গতিশীল’ করতে প্রথমবারের মত অনুষদ ও বিভাগভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে পাঁচটি অনুষদ ও ১৩টি বিভাগের কমিটি ঘোষণা করা হয়।

রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সাক্ষরিত তালিকায় এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির তালিকায় উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সুলতান মাহমুদ সফিউল্লাহকে সভাপতি ও মিনহাজুল ইসলাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট, কলা অনুষদে ইয়াসিন আল মাসুমকে সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট, ব্যবসায় শিক্ষা অনুষদে মহিদুল ইসলাম শান্তকে সভাপতি ও মনজুরুল আলম ইমনকে সাধারণ সম্পাদক ২৯ সদস্য বিশিষ্ট, প্রকৌশল অনুষদে নাজমুল হক মিথুনকে সভাপতি ও খাইরুল কবিরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদে মজিবুল্লাহ্ রাফি ও শফিউর রহমান রাখিককে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। 

অন্যদিকে ফিন্যান্স, ফোকলোর, আরবি, বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্বতন্ত্রভাবে চার সদস্য বিশিষ্ট কমিটি, ফারসি ভাষা ও সাহিত্য, ফলিত রসায়ন ও রসায়ন এবং সমাজকর্ম বিভাগে পাঁচ সদস্য বিশিষ্ট, সমাজবিজ্ঞান ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ছয় সদস্য বিশিষ্ট, মার্কেটিং বিভাগে ১২ সদস্য বিশিষ্ট, আইন বিভাগে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি গঠনের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, প্রথমবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষদ ও বিভাগ ভিত্তিক কমিটি ঘোষণা করা হলো। প্রথমে পাঁচটি অনুষদ ও ১৩ টি বিভাগের কমিটি ষোষণা করা হয়েছে। দুই একদিনের মধ্যে অন্য অনুষদ ও বিভাগের কমিটি ষোষণা করা হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1624 seconds.