ছবি: সংগৃহীত
রাজধানীর ফুলের দোকানগুলোতে সাজানো তাজা গোলাপের কদর অন্যদিনের তুলনায় আজ একটু বেশি।কারণ হলো আজ ভালোবাসার মানুষটিকে গোলাপ উপহার দেয়ার দিন। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন’স ডে। এর সাত দিন আগে থেকে শুরু হয় ভ্যালেন্টাইন উইক। আর রোজ ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন উইকের প্রথম দিনটি।
সত্যিকার ভালাবাসায় প্রিয় মানুষটিকে খুশি করার জন্য খুব বেশি দামী উপহার দেয়ার প্রয়োজন হয় না। একটি লাল গোলাপই যথেষ্ট। আবার মুখ ফুটে ভালোবাসি কথাটি বলতে পারেননা অনেকেই। এক্ষেত্রেও একটি লাল গোলাপ উপহার দিয়েই বুঝানো যায় সবকিছু। কারণ, লাল গোলাপ ভালোবাসার প্রতীক।
ভালোবেসে লাল গোলাপ দেয়ার প্রথা প্রচলিত আছে ক্লিওপেট্রার সময় থেকেই। রোমের পরাক্রমশালী বীর মার্ক অ্যান্টনির সঙ্গে ক্লিওপেট্রার প্রেমের কাহিনী নিশ্চয়ই জানা আছে? অ্যান্টনি আগেই শুনেছিলেন ক্লিওপেট্রার রূপ-লাবণ্যের কথা। এই রূপ দেখতে একদিন তিনি রোম থেকে এসে হাজির হলেন ক্লিওপেট্রার প্রাসাদের সামনে। ভিন্ন মতে মিসর আক্রমণ করতে এসে ক্লিওপেট্রার প্রেমে পড়েন অ্যান্টনি। ক্লিওপেট্রাকে অ্যান্টনি যতই দেখেন ততই আকর্ষণ আরও বেড়ে যায়। এই সম্পর্ক প্রেমে রূপ নেয়। প্রেমিক অ্যান্টনিকে নিজের শয়নকক্ষে অভ্যর্থনা জানানোর জন্য ক্লিওপেট্রা লাল গোলাপের পাপড়ির গালিচা তৈরি করেন।
রোজ ডে
রোজ ডে’র পেছনে লুকিয়ে আছে দারুণ মজার সব মিথ। ইংরেজি ‘রোজ’ শব্দটির অক্ষরগুলো কিছুটা এলোমেলো করলে তা হয় ‘ইরোজ’। ইরোজ হলেন ভালোবাসার দেবতা। আবার, গ্রিক মিথোলজিতে বলা হয়ে থাকে যে লাল গোলাপ ছিল দেবী ভেনাসের প্রিয় ফুল। ভেনাস ছিলেন ভালোবাসার দেবী।
তবে ভালোবাসে যে শুধু প্রেমিক-প্রেমিকাই গোলাপ আদান-প্রদান করতে পারবেন এমনটি নয়। প্রতিটি সম্পর্কের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য আছে আলাদা রং এর গোলাপ। কাছের বন্ধুকে ভালোবাসা প্রকাশ করা হয় হলুদ গোলাপ উপহার দিয়ে। সাদা গোলাপ শান্তি এবং শোকের প্রতীক। কাউকে ধন্যবাদ জানাতে উপহার দিতে পারেন গোলাপি গোলাপ। কাউকে সম্মান জানাতে দেয়া হয় বেগুনী গোলাপ। তাহলে দেরি কেন? ফুলের দোকানে গিয়ে প্রিয় মানুষটির জন্য গোলাপটি কিনে ফেলুন এখনই। ভালোবাসায় ভরে উঠুক দিনটি।
বাংলা/এমএ/এমএইচ