ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ মানে ভ্যালেন্টাইন উইক। পুরো সপ্তাহ জুড়েই রয়েছে কত রকম ডে এর ছড়াছড়ি। আর আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) হলো ‘টেডি ডে’। আর এই টেডি বিয়ার বরাবরই পুরুষের থেকে মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে শীর্ষে। সময়ের পরিক্রমায় টেডি বিয়ারের রকমফের হলেও, ভালোবাসার দিক থেকে এতটুকুও কমেনি এর আবেদন।
গোলাপ, চকলেট দেওয়ার মাধ্যমে প্রপোজের পার্ট তো চুকলো। এখন সময় টেডি দেওয়ার। আর প্রিয়জনের পাশে সারা জীবন থাকবেন, এই প্রতিশ্রুতির প্রতীক হলো এই টেডি বিয়ার। প্রিয়জনের মুখে এক চিলতে হাঁসি এনে দিতে টেডি বিয়ারের জুড়ি নেই।
মজার এক ইতিহাস রয়েছে এই ভাল্লুকের ‘টেডি’ হয়ে ওঠার পেছনে। একবার শিকার করতে গিয়ে কোনো ভাল্লুক পাননি মার্কিন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। তিনি খালি হাতে ফিরলেও, সবাই একটি করে ভাল্লুক শিকার করেছিল। কেউই প্রেসিডেন্টের এমন ব্যর্থতা মানতে পারছিলেন না। তাই তিনি যেন গুলি করে মারতে পারেন এর জন্য একটি ভাল্লুক ধরে এনে বেঁধে রাখা হয়। থিওডর রুজভেল্ট প্রথমে বন্দুক হাতে নিলেও পরে তা নামিয়ে ফেলেন। তিনি মারতে পারেননি ভাল্লুকটিকে আবেগপ্রবণ হয়ে। এরপর আমেরিকার প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টকে উৎসর্গ করে টেডি বিয়ার বাজারজাত করেন সর্বপ্রথম মরিস মিচটম। অল্প দিনেই সবার মন জয় করে নেয় ভীষণ আদুরে এই সফট টয়গুলো। হরেক রকমের এবং রঙের টেডি বিয়ার বাজারজাত করা হয় সাশ্রয়ী মূল্যে পাশ্চাত্যে এই দিনটিকে সামনে রেখে। টেডি বিয়ারেরও রং ভেদে অর্থ পাল্টে যায় গোলাপের মতোই।
প্রেমের প্রস্তাবে রাজি হওয়ার প্রতীক হলো গোলাপি টেডি। যদি আপনার পছন্দের কোনো মানুষকে আপনার ভালোলাগার কথা জানিয়ে থাকেন, আর তার বিনিময়ে সে যদি আপনাকে একটা গোলাপি টেডি উপহার দেয় তাহলে ভাববেন সে আপনার প্রস্তাব গ্রহণ করেছে। গভীর ভালোবাসার প্রকাশ করে লাল টেডি। যারা প্রেমের মাঝেই আছেন, তারা তাদের প্রিয়জনকে দিতে পারেন এই লাল টেডি। কমলা টেডি উপহার দেওয়ার মাধ্যমে ভালোলাগার মানুষকে আপনার ভালোলাগার কথাটি জানাতে পারেন। প্রিয়জনকে সাদা টেডি দেওয়ার মাধ্যমে প্রকাশ করতে পারেন আপনার ভালোবাসার বিশুদ্ধতা। বিশুদ্ধতার প্রতীক হলো সাদা টেডি। ব্রাউন ও কালো টেডি হৃদয় ভাঙ্গার প্রতীক। তাই কাউকে ভুল করেও কখনো ব্রাউন কিংবা কালো টেডি উপহার হিসেবে দিবেন না।
বাংলা/টিএ/এমএইচ