• নিজস্ব প্রতিবেদক
  • ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩০:৩১
  • ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৩০:৩১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বইমেলায় মেহেদী উল্লাহর উপন্যাস 'গোসলের পুকুরসমূহ'

ছবি: সংগৃহিত

মেহেদী উল্লাহর প্রথম উপন্যাস 'গোসলের পুকুরসমূহ' পা্ওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০১৮'তে। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। 

বইমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়ন ১৬ তে বইটি পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। দাম ধরা হয়েছে ১৭০ টাকা।

উপন্যাসের নামকরণ ও বিষয় নিয়ে জানতে চাইলে মেহেদী বলেন , 'গোসলের পুকুরসমূহ' উপন্যাসে ‘পুকুর’ আসলে সময়ের সমার্থক। উত্তমপুরুষে বর্ণিত এই উপন্যাসে পকুরই সময়। প্রধান চরিত্রের শৈশব, কৈশোর পুকুরসূত্রে বাঁধা।  খরচ হয়ে যাওয়া জীবনকে সে গোসলের পুকুরসমূহের সাহায্যেই ভালো স্মরণ রাখতে পারে। স্বাভাবিকভাবে মানুষ যেটা মনে রাখে ক্লাস গুনে গুনে বা সাল হিসাব করে। আর একেকটা পুকুর একেকটা অধ্যায় যেন। বারোজন প্রেমিকার স্মৃতি; বিভিন্ন সময়ে তাদের সঙ্গে প্রেমের দিনগুলোতে পুকুরসমূহে গোসলের বৃত্তান্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলতে পারি, পুকুরের সুবাদে নির্মিত উপন্যাসটির প্রেক্ষাপট স্বাধীনতা-পরবর্তী সময়ের সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি, শিক্ষাব্যবস্থা, খেলা, পুরাণ, কিংবদন্তি, যোগাযোগ, উন্নয়নসহ নানা প্রসঙ্গ-গোসল উপলক্ষে বাংলাদেশের উপাখ্যান।’ 

অভিনব আইডিয়া, নতুন ধরনের বিষয় ও আঙ্গিকে রচিত ‘গোসলের পুকুরসমূহ’ পাঠকের ভালো লাগবে বলে বিশ্বাস করেন মেহেদী উল্লাহ।

সংশ্লিষ্ট বিষয়

উপন্যাস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1495 seconds.