• বাংলা ডেস্ক
  • ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৩:০২
  • ২০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৫৭:৫৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

উড়োজাহাজ কেন সাদা রঙের হয়?

ছবি: ইন্টারনেট

মানুষের ওড়ার প্রচেষ্টা সৃষ্টির জন্মলগ্ন থেকেই। বিশেষ করে আকাশে যখন পাখি ডানা মেলে উড়ে বেড়ায় তা দেখে অনেকের মনেই সাধ জাগে ‘যদি পাখি হয়ে উড়তে পারতাম’। তারও বহু বহু বছর পরে রাইট ভ্রাতৃদ্বয় তাদের বিপদের মুহুর্তে প্রথম উড়োজাহাজের মতো কিছু একটা আবিষ্কার করে ফেললেন। সেই থেকে যাত্রা শুরু উড়োজাহাজ বা বিমানের। কিন্তু জানেন কি বিমানের রঙ সাদা হয় কেন?কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয়নি। কিন্তু একটু ভাবলেই দেখবেন, বিষয়টা সত্যি। ব্যতিক্রম নিশ্চয়ই আছে। সেটা শেষ পর্যন্ত ব্যতিক্রমই। অধিকাংশ বিমানের রঙই সাদা।

বিমানের রঙ সাদা হওয়ার অনেকগুলো কারণ আছে। ভাবলে অবাক লাগবে, কিন্তু বিমানের রঙ সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটা যোগ রয়েছে! আসলে সাদা রঙ তাপকে শোষণ করে না। প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনই সাদা রংয়ের বিমানও সহজে গরম হয় না।

তা ছাড়া, বিমানের রঙ সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো হলে, তেল চুঁইয়ে পড়লে বা কোনও ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এ সাদা রঙ। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। দিনের বেলাতেই কেবল নয়, রাতের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে।

তা ছাড়া আরও একটি কারণ আছে। সেটা একেবারেই অর্থনৈতিক। আসলে বিমানে সাদা রঙ করতে যা খরচ সেটা অন্য রঙের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রঙ করার খরচ বিপুল। তাই সাদা রঙ করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ করা যায়।

তা ছাড়া রোদের তেজে অন্য রঙ সহজেই ফ্যাকাশে হয়ে যায়। সাদা রঙ সেই তুলনায় অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকে।

বাংলা/আরএইচ

সংশ্লিষ্ট বিষয়

উড়োজাহাজ সাদা রঙ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1704 seconds.