• ০৫ এপ্রিল ২০১৮ ২০:২৭:৪৩
  • ০৫ এপ্রিল ২০১৮ ২০:২৭:৪৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

রাবি শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী মানববন্ধন

ছবি : বাংলা

রাবি প্রতিনিধি:

সারাদেশে ধর্ষণ ও যৌন হয়রানির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মানববন্ধন করেছে। মানববন্ধনে ধর্ষণ ও যৌন হয়রানীকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে ‘ধর্ষকের শাস্তি ফাঁসি’ দাবি করেন তারা।

বৃহস্পতিবার দুপুর ২টায় ইংরেজি বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মানুষ জন্মগতভাবে খারাপ নয়, পরিবেশের সংস্পর্শে ধীরে ধীরে তার পরিবর্তন হয়। এক পর্যায়ে ধর্ষক হয়ে ওঠে। ছোট পোষাকে কোন মেয়ে দেখলেই ধর্ষণ করতে হবে এ কেমন মানসিকতা? ধর্ষণ তো দূরের কথা, আজ যার মনে ধর্ষণের ইচ্ছা জাগে সে আগামী দিনের ধর্ষক। সমাজে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে কোন একসময়ে আমরা যে এর ভুক্তভোগী হব না এর কোনো নিশ্চয়তা নেই। এ সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। 

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী তমাশ্রী দাস, তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৌরভ, রিয়ম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1480 seconds.