• ফিচার ডেস্ক
  • ১৫ এপ্রিল ২০১৮ ১৯:৪০:৫৮
  • ১৫ এপ্রিল ২০১৮ ১৯:৪০:৫৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

স্বামীর সেবায় এসব কাজ করা মানে ব্যক্তিত্ব হারানো!

ছবি: সংগৃহীত

ভালোবাসার মানুষটার জন্য অনেক কিছু হাসিমুখে মেনে নেওয়া যায়। অনেক কষ্টও মুখবুজে সহ্য করে নিতে হয়। আর নারীরা তো বিয়ের পর সবকিছু তার স্বামীর মনমতোই করতে পছন্দ করেন। কিন্তু এখানেই ভুলটা হয়। ভালোবাসেন ঠিক আছে, কিন্তু তার মানে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন?

এই তালিকা থেকে মিলিয়ে দেখুন তো, আপনিও স্বামীর জন্য অতিরিক্ত করছেন কি না?

১) আপনি হয়তো চাকরি নিয়ে অনেক ব্যস্ত অথচ স্বামীকে কিছুই করতে দিচ্ছেন না। আপনি যদি অসুস্থও থাকেন, তবুও তাকে কিছু করতে বলেন না। স্বামীকে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তাই বলে তাকে কোনো কাজ করতে দেবেন না? এর মানে এটাও হতে পারে যে, তার কোনো কাজ আপনার পছন্দ হয় না।

২) অনেক সময় স্বামীর মনমতো কিছু না হলে তিনি অনেক বেশি রাগারাগি করেন, এ ভয়ে আপনি তার সামনে সব সময় চুপচাপ থাকেন। চুপ থেকে নিজেই সব কাজ করে দেবেন না।

৩) সব সম্পর্কের ক্ষেত্রেই দেখা যায়, একজন পরিশ্রমী হয়, আরেকজন হয় অলস। অলস বলে আপনি একাই সব কাজ করে যাচ্ছেন? এতে আপনি তারই ক্ষতি করছেন। আপনার স্বামী যদি অলস প্রকৃতির হয়ে থাকেন, তাহলে সব কাজ করার জন্য চাপ দেবেন না। কাজ করার প্রয়োজনটা তাকে বুঝিয়ে বলুন।

৪) হয়তো তিনি অনেক রাত করে বাড়ি ফেরেন। আর আপনি তাকে কিছুই বলেন না। এমনকি তিনি যেন এসে কোনো ঝামেলা না করেন, এ জন্য সব কাজ আগে থেকেই গুছিয়ে রাখেন। এই ভুল করে আপনি নিজেই নিজের ক্ষতি করছেন।

৫) আপনার সন্তানের খেয়াল কি শুধু আপনিই রাখেন? এই কাজ সব নারীই করে থাকেন। সন্তান তো দুজনেরই। তাহলে দেখাশোনা করার ভার আপনি একা কেন নেবেন।

৬) আপনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সবই কি স্বামী জানেন? এর মানে তিনি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনিও তাকে দিয়ে দিয়েছেন। তাহলে স্বামীর পাসওয়ার্ডগুলো জানারও আপনার অধিকার রয়েছে। তারটাও জেনে নিতে ভুল করবেন না।

৭) আপনি কি নিজে উপার্জন করে স্বামীকে সব দিয়ে দেন? তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। হ্যাঁ, এটা ঠিক যে সংসারের বিষয়ে আপনি অর্থনৈতিকভাবে সাহায্য করতেই পারেন। কিন্তু তাই বলে সব টাকা তাঁর হাতে তুলে দেওয়ার মতো বোকামি ভুলেও করবেন না। 

বাংলা/এমএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1499 seconds.