• ০৬ জুন ২০১৬ ১৮:৩৫:৩৫
  • ০৬ জুলাই ২০১৬ ১২:৩৭:৫৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। এর আগে বিএনপি ক্ষমতায় থাকার সময়ে দেশে খাদ্য ঘাটতি ছিল।’

সোমবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলায় কৃষকদের মধ্যে বিনামূল্যে পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার কৃষিবান্ধব। কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে বলেই দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। বিএনপি আন্দোলন করে মানুষ হত্যা করেছিল। এর মধ্যেও বর্তমান সরকার কৃষকদের কাছে সার পৌঁছে দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির প্রমুখ।

সংশ্লিষ্ট বিষয়

আমির হোসেন আমু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1674 seconds.