ছবি : সংগৃহীত
রাবি প্রতিনিধি :
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্রীষ্মকালীন এবং রমজানের ছুটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। ছুটি চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।
বৃহস্পতিবার রুয়েট প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের কর্মকর্তা জিএম মর্তূজা এ তথ্য জানান।
জিএম মর্তূজা বলেন, ‘রুয়েটে গ্রীষ্মকালীন ছুটি ১০ মে থেকে শুরু হয়ে তা চলবে ১৮ মে পর্যন্ত। এছাড়া ১৯ মে থেকে শুরু হবে পবিত্র রমজানের ছুটি। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।’
গ্রীষ্মকালীন, রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে আগামী ২৩ জুন রুয়েটে সকল ক্লাশ ও একাডেমিক কর্মকাণ্ড শুরু হবে বলেও জিএম মর্তূজা জানান।