ছবি: সংগৃহীত
গত ১৫ মে রাজধানীর একটি রেস্টুরেন্টে শুভ সূচনা হলো ভেল্লা অ্যাসথেটিক্স নামের নতুন একটি বিউটি স্যালুনের। ‘ভেল্লা অ্যাসথেটিক্স’ ভেল্লা হেলথকেয়ার লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটি। শুভ সূচনা উপলক্ষে আড়ম্ভপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে ঢাকাই শোবিজ দুনিয়ার অনেক পরিচিত মুখই আসেন। উপস্থিত পরিচিত মুখের মধ্যে ছিলেন- আজমেরী হক বাঁধন, আইরিন আফরোজ, ইউটিউবার জাকী জারিফ আব্দুল্লাহ, আলিফ খান, ব্রাইডাল সাজ এক্সপার্ট জাহিদ চৌধুরীসহ অনেকেই।
উক্ত অনুষ্ঠানে কেক কেটে ভেল্লা অ্যাসথেটিস্কের শুভ সূচনা ঘোষণা করেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এটি মূলত নারীদের রূপচর্চা বিষয়ক প্রতিষ্ঠান। যার মূল স্লোগান হচ্ছে ‘থিংক বিউটিফুল’। এই শিরোনামকে সামনে রেখেই বাংলাদেশে প্রথম নারীদের জন্য সেমি পার্মানেন্ট মেকআপের চিকিৎসা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি।
এখন থেকে এ প্রতিষ্ঠান নারীদের নতুন আঙ্গিকে মেকাপ সমস্যার সমাধান দিবে বলে জানালেন প্রতিষ্ঠানটির কর্নধার দিলরুবা সুমাইয়া।। তিনি আরো বলেন, ভূরু পাতলা হয়ে যাওয়া, চুলপরাসহ নানা রকম সমস্যার সমধানের সেবা দিবে ভেল্লা অ্যাসথেটিক্স।