ইভান। ছবি : সংগৃহীত
নতুন প্রজন্মের অভিনেতা ইভান। ঈদ ও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে মুক্তি পাচ্ছে ইভানের দুটি সল্পদৈর্ঘ ছবি। তার মধ্যে সঞ্জয় সমদ্দার পরিচালিত 'এল ক্লাসিকো লাভ' ছবির গানটি ইতোমধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে। এতে ইভানের বিপরিতে অভিনয় করেছেন পিয়া বিপাশা। ছবিটি ঈদে প্রকাশ পাবে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে।
অভিনয়ের শুরুতেই নিজের দক্ষতা ও পরিশ্রম দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন তরুণ এ অভিনেতা। যদিও অভিনয়ে আসার আগে উপস্থাপনা ও আরজে হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে ইভানের। উপস্থাপনা করলেও আগ্রহটা ছিলো সবসময় অভিনয়ের প্রতি। তার ভাষায় জীবনে ইচ্ছা এবং চেষ্টা থাকলেই কেবল লক্ষে পৌঁছানো সম্ভব। আর সেসব বিষয় নিয়েই কথা বললেন বাংলা’র এ প্রতিবেদকের সঙ্গে।
অভিনয়ের প্রতি আগ্রহ কবে থেকে এবং কেন?
ছোটবেলা থেকেই। আসলে তখনতো মিডিয়া বুঝতাম না। শুধু বুঝতাম টিভিতে যাদের দেখা যায় মানুষ তাদের অনেক ভালবাসে, গুরুত্ব দেয়। স্কুল থেকেই বিটিভিতে প্যাকেজ নাটক দেখার লোভ ছিল। তারপর নিজেও নানান অনুষ্ঠানে অভিনয় করতাম। সব মিলিয়ে অন্যকিছুর চেয়ে অভিনয়টাই টানতো। এরপর বড় হতে হতে অভিনেতাই হতে চেয়েছি।
তাহলে আগে উপস্থাপনা কেন?
উপস্থাপনায় কাকতালীয়ভাবে। বলা যায় এর পিছনেও অভিনয় করার ইচ্ছা একটা বড় কারণ। কারণ উপস্থাপনা করার মাধ্যমে এ জগতের মানুষের খুব কাছে আসা যায়। আর আরজেইং এবং হোস্টিং আমাকে জীবিকা দিয়েছে। সম্মান করি এই জায়গাগুলো। ভালওবাসি খুব। সত্যি বলতে জীবনের প্রয়োজন আর জীবিকার উপায়ে আল্লাহ হয়তো আমাকে আরজেইং আর হোস্টিং করিয়েছেন।
এখন পর্যন্ত যে কয়টি কাজ করেছেন আলাদা করে কোনটির কথা বলবেন?
এ পর্যন্ত যা কাজ করেছি দু একটি ছাড়া সবকটিই ভাললেগেছে। কারণ নিয়মিত অভিনয় শুরু করার পর খুব অল্প সময়ে গুণী কয়েকজন নির্মাতা এবং তাদের হাত ধরে দারুন কিছু কাজ করার সুযোগ আমার হয়েছে। সবচেয়ে বড় কথা এর প্রতিটি কাজই আমাকে দরকারি সব অভিঞ্জতা দিয়েছে।
আরজে বা উপস্থাপনা থেকে এসে কেউ অনেকে সফল অনেকে ছিটকে পড়েছে...কি বলবেন?
এটা বলা কঠিন। সত্যি বলতে, এটা বলার জন্য আমি এখনো তৈরী নই। মানে আমার ভাগ্যে কি ঘটে সেটা দেখার জন্য সময় লাগবে। আমি কতদিন টিকতে পারি? বা আমার অবস্থান কি হয়? তার বুঝতে সময় লাগবে। তারপর হয়তো এই প্রশ্নের উত্তর দিতে পারবো।
অভিনয়ে আসার আগে আর এখন...পার্থক্য?
নিয়মিত বা সিরিয়াসলি অভিনয় শুরু করেছি খুব বেশীদিন নয়। তাই এখনো বড় আকারের পার্থক্য চোখে পড়ছে না। হয়তো সময়ের সাথে বলতে পারবো। অবশ্য একটা অবজারভেশন হচ্ছে, অভিনেতাদের প্রতি মানুষের মনযোগ বেশী।
নিজের কোন ইমেজ বা নিজেকে কোনভাবে তুলে ধরতে চান?
ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। ইমেজ বলতে স্বস্তা জনপ্রিয়তার জন্য কোনো কাজ করতে চাইনা। চরিত্রের ব্যাপারে আপোষ নয়। কাজ কম এলেও কিংবা না এলেও গল্প বুঝে কাজ করতে চাই। নতুবা অন্যকিছু করার আছে। হিরোইক, ম্যানলি, চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের লোভ আছে। একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ আর পরিশ্রমী অভিনেতার ইমেজ চাই।
অভিনয়ে আপনার অনুপ্রেরনা?
এটা বলা খুব কঠিন। হূমায়ুন ফরীদি স্যার আজন্ম আইডল। ইদানিং পরমব্রত খুব টানে। এছাড়াও মিলন ভাই, সাউথের ভিজয় তাদের ভাললাগে।
কাজ করতে এসে কোনো বাধা?
বাধা আছে। আর সেটাই স্বাভাবিক। সবচেয়ে বড় বাধা গায়ের রং। একটু ডার্ক টোনের কাউকে এখনো মানুষ নিতে পারে না। বিশেষ করে মূল চরিত্রে। একদম সাধারন মানুষের কথা বলছি না। তবে কিছু মানুষ আছেন যারা খুব অসহযোগিতা করে। আর নতুন একটা ছেলে বা মেয়েকে নিয়ে মূল চরিত্রে কাজ করতে শুরুতে কেউ ঝুঁকি নিতে চায় না। তাছাড়া ইদানিং ফেসবুক ফলোয়ার বা ভাইরাল ছাড়া কাজ করা কঠিন। তবে এগুলো নিয়ে অভিযোগ নেই। আমি পরিশ্রম আর সময় নিয়ে কঠিন চেষ্টা করার পক্ষে। সবকিছুর সিদ্ধান্ত আল্লাহ জানেন।
এবার ঈদের কাজ নিয়ে কি বলবেন...?
ঈদের জন্য অভিনয়ে বিশেষ কোনো কাজ ছিল না। কিন্তু দুটো শর্টফিল্মে অভিনয় করার সুযোগ পেয়েছি। সে দুটো মুক্তি পেতে পেতে ঈদ চলে এলে। একটি সঞ্জয় সমদ্দার পরিচালিত 'এল ক্লাসিকো লাভ' নামের। যার 'জিন্দিগি তুই' শিরোনামের গানটি এরমধ্যে মুক্তি পেয়েছে, লাইভ টেকনোলোজির ইউটিউব চ্যানেল থেকে। একই চ্যানেল থেকে শীঘ্রই পুরো ফিল্মটি আসবে ইনশাল্লাহ। আমি, পিয়া বিপাশা ছাড়াও শিশুশিল্পী সূহীসহ আরো অনেকে অভিনয় করেছেন এতে। সঞ্জয় দাদার প্রতি আমি নানানভাবে কৃতজ্ঞ। এছাড়া আমি, তাসনুভা তিশা এবং আরো অনেকে অভিনয় করেছি 'সোফাসেট' শর্টফিল্মে। এখানেও 'জীবনের গল্প' গানটি লায়নিক মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে মু্ক্তি পেয়েছে। পুরোটা আসবে কয়েকদিনের মধ্যে। 'সোফাসেট' পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। কৃতজ্ঞ তার প্রতিও।
এছাড়া এনটিভি ও বিটিভির জন্য বিশেষ তারকা আড্ডা উপস্থাপনা করেছি। কালারস এফএম'এ অতিথি হয়েছি। রেডিও ধ্বনিতে অভিনেত্রী চাঁদনী আপুকে নিয়ে একটি বিশেষ শো করেছি।
ভবিষ্যৎ ভাবনা?
ভবিষ্যৎ ভাবনা সামনে যে কটা কাজ আছে সেগুলো মন দিয়ে করা। নিজেকে তৈরী করা। অভিনয়ে আর এর বাইরেও ভাল একটা ক্যারিয়ার তৈরী করা ইনশাল্লাহ।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর সব প্রশ্নের জন্য। ভাল থাকবেন, দোয়া করবেন।