ছবি: সংগৃহীত
চলতি মাসে আন্তর্জাতিক হকি ফেডারেশনের আয়োজনে একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের।
তবে ২৩ জুলাই নির্বাহী কমিটির সভায় বাংলদেশ হকি দলের অংশগ্রহণ নির্ধারিত হয়ে থাকলেও সেখান থেকে সরে এসেছে ফেডারেশন। পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ হকি দল।
এর পেছনে দুটি কারণ দেখাচ্ছে ফেডারেশন। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান ও শ্রীলঙ্কা। র্যাংকিংয়ের নিচে থাকা আফগানিস্তান, কাতার কিংবা কাজাখস্তানের বিপক্ষে খেললে নিজেদের উন্নতি সেভাবে হবে না। তাই রাওয়ালপিন্ডি না যাওয়াকেই শ্রেয় মনে করছেন হকি কর্মকর্তারা।
এর ওপর যুক্ত রয়েছে নিরাপত্তাহীনতা। হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল এহসান রানা জানিয়েছেন, ‘যদি সমমানের দল না খেলে তাহলে পাকিস্তান গিয়ে কী লাভ। নিচু সারির দলের সঙ্গে খেলে তেমন উন্নতি হবে না। নিরাপত্তাজনিত কারণ তো আছেই। এছাড়া খেলোয়াড়রাও বেশ ক্লান্ত। তারা খেলতে যেতে চাইছে না। সবকিছু মিলিয়ে আমরা পাকিস্তান সফর বাতিল করেছি।’
বাংলা/এমটি