সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত
পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া। মঙ্গলবার সকালে সানিয়ার মা হওয়ার খবর দেন শোয়েব মালিক। বাবা হতে পেরে তিনিও খুশি। টুইটারে তিনি লেখেন- ছেলে এবং মা দুজনেই সুস্থ।
সানিয়া মির্জা অন্তঃস্বত্ত্বা হওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুসংবাদ শোনার জন্য। ভারত-পাকিস্তান দম্পতির কাছ থেকে সুখবরের আশায় ছিলেন তারা।
মঙ্গলের সকালে সুখবরটি দিলেন খোদ মালিক সাহেব। টুইটারে তিনি জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পুত্র সন্তান হয়েছে। আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা এবং প্রার্থনার জন্য।
শোয়েবের এমন ঘোষণার পর টুইটারে শুভেচ্ছা জানানোর হিড়িক পড়ে যায়।
২০১০ সালের ১২ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্ববন্দিত ভারতীয় টেনিস তারকা এবং সাবেক পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক শোয়েব মালিক। তারপর থেকেই সুখবরের আশায় ছিলেন ভক্তরা।