• বাংলা ডেস্ক
  • ২২ নভেম্বর ২০১৮ ২২:৫৫:৫৪
  • ২২ নভেম্বর ২০১৮ ২২:৫৫:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.moedu.gov.bd এবং www.dhakaeducationboard.gov.bd) তা পাওয়া যাচ্ছে। এসএসসিতে প্রথম দিন বাংলা প্রথম পত্র (আবশ্যিক) নেয়া হবে।

এতে পরীক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না।

শুধুমাত্র বেসিক ট্রেড বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র সচিব ছাড়া কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না।

বাংলা/এবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1499 seconds.