• ফিচার ডেস্ক
  • ১৫ জানুয়ারি ২০১৭ ১১:৫৮:০৭
  • ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ১২:০১:৩০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

লা রিভ পণ্যে ৭০ শতাংশ ছাড়!

ছবি: সংগৃহিত

‘এন্ড অফ সিজন সেল’ এর আওতায় ৭০% পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’। যাবতীয় শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী-পুরুষ ও শিশুদের যে কোনো উৎসব ও ঘরোয়া পোশাক-অনুষঙ্গ।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, পুরুষের সোয়েটশার্ট, শার্ট ও জ্যাকেটে হুডিসহ ক্যাজুয়াল ব্লেজার,জ্যাকেট, ডেনিম, চিনোস ও কার্গো প্যান্টের পাশাপাশি ছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত, সেমি লং ও শর্ট পাঞ্জাবি, বিভিন্ন ধরণের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট এবং বক্সার।

নারীদের জন্য রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে রয়েছে জ্যাকেট, কোট, সোয়েটার, সালওয়ার কামিজ, টিউনিক এবং শ্রাগসহ ডেনিম ও শাল-এর আকর্ষণীয় সমাহার।

এছাড়াও, পরিবারের ছোটমণিদের জন্য লা রিভ কিডস কর্নারে থাকছে জ্যাকেট, সোয়েট শার্ট ও হুডিসহ বিভিন্ন ধরণের প্যান্ট ও পায়জামা।

‘ক্যাশ অন ডেলিভারি’তে www.lerevecraze.com ঠিকানায় দেশব্যাপী ঘরে বসে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগের পাশাপাশি তা কেনা যাবে লা রিভের সকল আউটলেট থেকেও।

ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক, পুলিশ প্লাজা কনকর্ড এবং বসুন্ধরা সিটি শপিংমলসহ লা রিভ আউটলেট রয়েছে নারায়ণগঞ্জ ও সিলেটে।

সংশ্লিষ্ট বিষয়

লা রিভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1567 seconds.