সংগৃহীত
ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন চলচ্চিত্রের তারকরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বনানীর কামাল আতাতুর্ক সড়কের আশেপাশে গাড়িতে ঘুরে ঘুরে সাধারণ জনগণের কাছে ফারুকের জন্য ভোট চেয়েছেন তারা।
প্রচারণার সময় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘ফারুক ভাই আমাদের মিয়া ভাই। আমাদের চলচ্চিত্রের বরেণ্য ব্যক্তি তিনি। মিয়া ভাইয়ের জীবনে এখন আর চাওয়া-পাওয়ার কিছু নেই। শেষ জীবনে তিনি শুধু জয়ী হয়ে মানুষের সেবার সুযোগ চেয়েছেন। তার এ চাওয়া থেকেই আমরা শিল্পীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছি। তার যে ইমেজ, আমার মনে হয় ভোট চাওয়ার দরকার ছিলো না। তবুও তার পক্ষে আমরা জনগণের কাছে নৌকায় ভোট চাচ্ছি।’
চিত্রনায়ক ফারুকের প্রচারণায় উপস্থিত ছিলেন- নায়ক ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, ইমন, এস ডি রুবেল, ড্যানি সিডাক, জয় চৌধুরী, নায়িকা অঞ্জনা, শাবনাজ, দিলারা, বিপাশা কবির, রোমানা নীড়, নিপুণ, বিপাশা কবির, মাহি, পরিচালক এস এ হক অলিক, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুসহ অনেকে।
বাংলা/এমটি