ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে র্যাংকিংয়ের চতুর্দশ অবস্থানে থাকা গ্রিক টেনিস তারকা স্তেফানোস সিসিপাসের কাছে হেরে বিদায় নিলেন গতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার।
রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ২০ বছর বয়সি সিসিফাস ৬-৭(১১-১৩) ৭-৬(৭-৩) ৭-৫ ৭-৬ (৭-৫) সেটে ফেদেরারকে পরাজিত করেন। এর ফলে একজন গ্রিক হিসেবে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হন তিনি।
এর আগে ছয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেছিলেন ৩৭ বছর বয়সি সুইস তারকা ফেদেরার। সপ্তমবারের মত এই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় খেলতে আসেন কিন্তু দুর্ভাগ্যক্রমে মাত্র চতুর্থ রাউন্ডেই তার জয়রথ থেমে যায়।
এদিকে তরুণ সিসিপাস তার অভাবনীয় এই জয়ে উল্লাস প্রকাশ করে বলেন, ‘এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার এই আনন্দ ভাষায় বর্ণনা করা যাবে না।’
কোয়ার্টার ফাইনালে তিনি স্পেনের রবার্তো বাতিস্তা আগুতের বিপক্ষে খেলবেন।
এর আগে একই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে রাশিয়ান টেনিস তারকা শারাপোভাকেও। শেষ আটে ওঠার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শারাপোভাকে হারিয়েছেন টেনিস তারকা অ্যাশলে বার্তি।
ম্যাচের প্রথম সেটে দুর্দান্ত খেলে ৬-৪ গেমে জিতেছিলেন শারাপোভাই। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান বার্তি। পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ী শারাপোভাকে স্রেফ উড়িয়ে দেন বার্তি, সেট জিতে নেন ৬-১ গেমেও।
বাংলা/এফকে