ছবি : সংগৃহীত
জুনিয়র হকি দলের খেলোয়াড়দের হারের শাস্তি দিয়ে বিপাকে পড়েছেন ভারতের কোচ পঙ্কজ আনন্দ। তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। এদিকে বিতর্কের মধ্যেই মুখ খুলেছেন তিনজন হকি খেলোয়াড়। তারা বলছেন, হারের পর কোচ তাদের অকথ্য গালিগালাজ করেন এবং ফুটবলারদের মাথা ন্যাড়া করতে বাধ্য করেন।
কোচ বলেন, যারা মাথা ন্যাড়া করবে না তারা দল থেকে বাদ যাবেই, তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও আনা হবে। তাই বাধ্য হয়েই মাথা কামায় খেলোয়াড়রা।
সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে। এমন ন্যক্কারজনক ঘটনা কেউ মেনে নিতে পারছেন না। তড়িঘড়ি করে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন তিন সদস্যের কমিটি গড়ছে। যে কমিটি পুরো ঘটনার তদন্ত করবে।
বিওএ'র সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বলছিলেন, দ্রুত কমিটি গঠন করা হবে। একটা কথা বলতে পারি, এ ঘটনায় যে দোষী তাকে যথাযথ শাস্তি দেয়া হবে।
যাকে নিয়ে এত বিতর্ক সেই কোচ পঙ্কজ পুরো ঘটনাটাই অস্বীকার করেছেন। বললেন, ম্যাচের পর আমি ওদের বকাবকি করেছিলাম ঠিকই। কিন্তু ন্যাড়া হতে কেন বাধ্য করব? আমি প্লেয়ারদের সঙ্গে কথা বলব। আমার স্ত্রী এখন হাসপাতালে, তাই ওদের সঙ্গে কথা বলতে পারিনি। তবে আমি সত্যিই বুঝতে পারছি না যে, কেন এরকম বলা হচ্ছে।
এমনিতেই দৈন্যদশার মধ্যদিয়ে যাচ্ছে বাংলার হকি। এ রাজ্যে হকির তেমন চল নেই বললেই চলে। তবু জাতীয় অনূর্ধ্ব-১৯ হকিতে বাংলা থেকে দল পাঠানো হয়েছিল জবলপুরে। বাংলা পরপর দু’টো ম্যাচ জেতেও।
প্রথমে হারায় ৪-০ গোলে গুজরাটকে। অন্ধ্রপ্রদেশকে আরও সহজে, ৯-১ গোলে। এরপর কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হয় পাঞ্জাবের নামধারী অ্যাকাডেমি দলের, যারা বছরভর আধুনিক হকিতে শিক্ষিত হওয়ার সমস্ত সুযোগ-সুবিধা পায়।
সেই ম্যাচে বাংলা হেরে যায় ১-৫ গোলে। এরপরই কোচ খেপে যান খেলোয়াড়দের উপরে। এর জেরেই মাথা ন্যাড়া।