ছবি : সংগৃহীত
আড়ং ডেইরি প্রথমবারের মতো বাজারে নিয়ে এলো পাঁচ ধরণের মজাদার নতুন চিজ-স্লাইস্ড, স্প্রেড, কিউবস্, অষ্টগ্রাম এবং শ্রেডেড মোজারেল্লা। ব্র্যাক সেন্টার ইন অডিটোরিয়াম-এ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ এই পাঁচ ধরণের চিজের বাজারজাতকরণ শুরুর প্রক্রিয়ার ঘোষণা দেয়া হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেস এর সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ, ব্র্যাক ডেইরি ও ফুড এন্টারপ্রাইজ এর ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট এর এজিএম হোসেন শাহ নেওয়াজ ছাইফুর রহমান, ডিজিএম, ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট এবং ব্র্যাক ডেইরি ও ফুড প্রজেক্ট-এর ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার পূর্বা চৌধূরী জয়াসহ আরও অনেকে।
ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর সিনিয়র ডিরেক্টর তামারা হাসান আবেদ বলেন, ‘আমরা সবসময়ই চেষ্টা করি ভোক্তাদের জন্য নতুন নতুন পণ্য নিয়ে আসতে, যা তাদের জীবনযাত্রার মান আরও উন্নত করতে সাহায্য করে। আমাদের এই চিজগুলো, যা রন্ধনশিল্পে যুক্ত করবে নতুন মাত্রা, আশা করি ভোক্তারা সবাই পছন্দ করবেন।’
‘আড়ং ডেইরি চিজ যে কোন সাধারণ খাবারকে করে তুলবে আরো সুস্বাদু। ভিন্ন ভিন্ন স্বাদের এই চিজগুলো দিয়ে তৈরি করা যাবে সুস্বাদু বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, পাস্তা, স্ন্যাকসসহ আরো অনেক কিছু। রাঁধুনিরা খুবই কম সময়ে এই চিজগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারবেন মজাদার রেসিপি।’- মোহাম্মদ আনিসুর রহমান।
তিনি আরও জানান নতুন এই চিজগুলো এখন আড়ং-এর সকল আউটলেটসহ নিকটস্থ সকল সুপার শপ-এ পাওয়া যাচ্ছে ।
বাংলা/এসি