• ক্রীড়া ডেস্ক
  • ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:৪০:২৫
  • ২৪ জানুয়ারি ২০১৯ ১৭:৪০:২৫
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

জরিমানা দিয়ে স্বস্তির পথ বেছে নিলেন রোনালদো

ছবি: সংগৃহীত

কর ফাঁকি মামলায় তার ২৩ মাসের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা ছিল। সেই সাজা ঠেকাতে এবার ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫০ কোটি টাকা জরিমানা দিতে রাজি হয়েছেন। এই বিপুল অঙ্কের জরিমানা দেওয়ার ফলে জুভেন্টাস তারকাকে আর জেলে যেতে হবে না।

স্প্যানিশ ক্লাব রিয়েল মাদ্রিদে থাকাকালীন ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত ৪ বছর কর ফাঁকি দিয়েছেন তিনি। সে কারণেই এবার এতো বড় শাস্তির সম্মুখে পড়তে হয়েছে তাকে। তবে এত বড় জরিমানা দিয়ে কর ফাঁকি মামালায় রেহাই পেলেও রোনালদোর মাথায় এখনও কালো মেঘের মতো আচ্ছাদিত রয়েছে ধর্ষণ মামলা।

ক্যাথরিন মায়োরগা নামের মডেল সিআর সেভেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন। রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের একটি বিলাসবহুল হোটেলে ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণ করেছেন তিনি। যদিও এই অভিযোগকে সাজানো বলে দাবি করেছেন রোনালদোর আইনজীবী।

কিছুদিন আগেই ওই মামলায় রোনান্ডোর ডিএনএ’র নমুনা চেয়ে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ। এই পরিস্থিতিতে কর ফাঁকি মামলা ফুটবল তারকাকে আরও কোণঠাসা করে দিয়েছিল। এমন অবস্থায় বিপুল পরিমাণ অর্থ জরিমানা দিয়ে সাময়িক স্বস্তির পথই বেছে নিলেন সিআর সেভেন।

বাংলা/আরএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1418 seconds.