নাওমি ওসাকা। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জাপানের নাওমি ওসাকা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে পরাজিত করে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয় করলেন। এটি অবশ্য তার ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। এর ফলে টানা দুইবার তিনি কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা করায়ত্ত করলেন।
শনিবার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ওসাকা ৭-৬(২),৫-৭,৬-৪ সেটে কেভিতোভাকে পরাজিত করেন। টানটান উত্তেজনার এই ফাইনালে অবশ্য প্রথম সেটে ওসাকাই জয়লাভ করেছিলেন কিন্তু পরবর্তীকালে কেভিতোভা ঘুরে দাঁড়াতে সক্ষম হন। কঠিন লড়াই করে তিনি দ্বিতীয় সেটে জয় পান। কেভিতোভার প্রাণপণ চেষ্টা সত্ত্বেও অবশেষে তৃতীয় এবং ফাইনাল সেটে জিতে বিজয়ীর হাসি হাসেন ২১ বছর বয়সি ওসাকা।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে নাওমি ওসাকা প্রথমবারের মত ইউএস ওপেন শিরোপা জয় করেছিলেন। সেসময় তিনি শক্তিশালী প্রতিপক্ষ সেরেনা উইলিয়ামসকে পরাজিত করেছিলেন।
বাংলা/এফকে