• ক্রীড়া ডেস্ক
  • ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:২০:৫০
  • ২৭ জানুয়ারি ২০১৯ ১৯:২০:৫০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

৭ম বারের মত অস্ট্রেলিয়ান ওপেন জয় জোকোভিচের

নোভাক জোকোভিচ। ছবি : সংগৃহীত

স্পেনের টেনিস তারকা রাফায়েল নাদালকে উড়িয়ে দিয়ে রেকর্ড সপ্তমবারের মত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করলেন সার্বিয়ান টেনিস তারকা এবং র‍্যাংকিংয়ে এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ।

রোববার মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মাত্র ২ ঘণ্টা ৪ মিনিটেই নিখুঁত টেনিস খেলে ৬-৩,৬-২,৬-৩ সেটে পুরুষদের র‍্যাংকিংয়ে দুই নম্বরে অবস্থান করা নাদালকে পরাজিত করেন জোকোভিচ। এর ফলে জোকোভিচ তার ক্যারিয়ারের ১৫তম গ্র্যান্ড স্লাম জয় করতে সক্ষম হন।  

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আনন্দে উদ্বেলিত জোকোভিচ বলেন, ‘আমি  বিগত ১২ মাস ধরে আমার যে যাত্রা তা নিয়ে ভাবছি। মাত্র ১২ মাস আগে আমার অপারেশন হয়েছে। আজ আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই শিরোপা জয় করতে সক্ষম হয়েছি। চারটা গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটা জয় করতে পেরেছি। এটা সত্যিই বিস্ময়কর। আমি বাকহারা।’

উল্লেখ্য, মাত্র ১২ মাস আগেই কনুইয়ে অপারেশনের কারণে টেনিস থেকে তিনি কিছুদিন দূরে ছিলেন। এর ফলে পুরুষদের টেনিস র‍্যাংকিংয়ে শীর্ষ ২০ জন খেলোয়াড়ের বাইরে তার নাম চলে যায়। এরপর গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেনের শিরোপা জয় করার মাধ্যমে শীর্ষ ১০ জনের মধ্যে আবার ফিরে আসেন তিনি। এছাড়া গত বছরই তিনি র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান উদ্ধার করেন।

বাংলা/এফকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1609 seconds.