বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ মডেল-অভিনেত্রী মারজিয়া মিমি। পড়ালেখার পাশাপাশি সচেতনতামূলক ভিডিও তৈরি করে তিনি এরই মধ্যে সেলিব্রেটি বনে গেছেন। অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছিলেন ২০১৫ সালের মাঝামাঝি সময়ে এবং ৫০টার বেশি নাটক, টেলিফিল্ম ও ডকুমেন্টারি ড্রামায় অভিনয় করছেন তিনি।
উল্লেখযোগ্য কিছু স্বপ্ন যাবে বাড়ি, আজ শুভ দিন, আমিও মানুষ, ছুটির আকাশ, সুষম সারে সফল জীবন, ডাক্তার পাড়া, কার্নিশে ঝুলে থাকা প্রেম, প্রাইভেট টিউটর ইত্যাদি। এছাড়া অভিনয়ও করে থাকেন তিনি।নিজের ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করেন বিভিন্ন ধরনের ভিডিও। আর সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ। ফলস্বরূপ, প্রতিভাবান এই মডেল-অভিনেত্রী পেয়েছেন ইউটিউবের প্রথম স্বীকৃতি 'সিলভার প্লে বাটন'।
ইউটিউব থেকে এই স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত মারজিয়া। তিনি বলেন, 'শুরুতে ভাবিনি এতো কম সময়ে মানুষের এতো ভালোবাসা পাবো। আর দর্শকরা আমাকে এবং আমার কাজগুলোকে এতো পছন্দ করবে। সব সময় আমি চেয়েছি ব্যতিক্রমী কিছু করতে। আর এখন ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে এই অর্জন আমার সামনে চলার সাহসকে আরও বাড়িয়ে দেবে।'
২০১৬ সালে ইউটিউবে একটি নামে একটি ভিডিও আপলোড করে ইউটিউবিং শুরু করেছিলেন মার্জিয়া। আর ২০১৭ সালের মার্চ মাসে নিয়মিত তার ভিডিও আপলোড করতে শুরু করেন। এখন পর্যন্ত তিনি তার চ্যানেলে ৪৫টি ভিডিও প্রকাশ করেছেন।
আরও এতো কম ভিডিও দিয়ে দ্রুত সময়ের মধ্যে সিলভার বাটন অর্জনটিও বেশ চমকপ্রদ একটি বিষয়। এ প্রসঙ্গে মারজিয়া মিমি বলেন, 'আমি বেশিরভাগ সময়ে সামাজিক সচেতনতামূলক ভিডিও এবং কমেডি তৈরি করি। আমি সবসময় আমার ভিডিওগুলির মাধ্যমে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি।'
বর্তমানে পড়ালেখা, অভিনয়-মডেলিং এবং নিজের ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।