ছবি : সংগৃহীত
একুশ আমার একুশ তোমার
একুশ বাংলার প্রাণ।
একুশ আমার - ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি গান।’
একুশ আমার আন্তর্জাতিক মাতৃভাষা সম্মান।
একুশ আমার বীর শহীদের
মাতৃভাষার সংগ্রাম।
একুশ আমাদের দেশের গৌরব -
রফিক, বরকত, শফিক, সালামের
রক্ত ঝরা বিদ্রোহী স্লোগান।
যেই স্লোগানে দিতে হয়েছে তাদের তাজা প্রাণ।
একুশ মানে মাতৃভাষা আন্দোলন
একুশ মানে বাঙালি জাতির নব জাগরন
একুশ ঘিরে ৫২র স্মৃতিচারণ,
যেখানে হয়েছে আমার ভাইদের মরন।
একুশ হলো বাঙালির বিদ্রোহের কারণ।
একুশ মানে ফেব্রুয়ারি মাসে
বাংলায় স্বাধীনতার পতাকা ভাসে
শহীদের শ্রদ্ধাস্মরণে ফুল দিতে আসা
শতশত বাঙালির খালিপায়ে -
শহীদমিনারে জনসমুদ্রে ভাসা।
একুশ আমার একুশ তোমার
বাকস্বাধীনতার জয়গান
একুশ আমার একুশ তোমার
মাতৃভাষার ত্যাগী রচনা
একুশ দিয়েছে বাংলার স্বাধীনতার সূচনা।