ছবি : সংগৃহীত
এবার একুশে বইমেলায় আসছে আলোচিত মডেল ও অভিনেতা হিরো আলমের জীবনীবিষয়ক গ্রন্থ ‘দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো।’ হিরো আলমের লেখা বইটি সম্পাদনা করেছেন সৌরভ আলম সাবিদ। এটি প্রকাশ করেছে ‘তরফদার প্রকাশনী’। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে মেলার ১৯৬ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
হিরো আলম বলেন, ‘আমার বইটি কেউ কিনবে কি কিনবে না- সেটা বড় কথা নয়। তবে আমি সবাইকে অনুরোধ করব বইটি একবার হলেও পড়া উচিত, না কিনলেও অন্তত খুলে পড়ে দেখবেন। আমাকে নিয়ে সবাই অনেক হাসি-ঠাট্টা করেন, ট্রল করেন। কিন্তু পর্দার ওপারে হিরো আলমকে কয়জন চেনেন?’
বইটির প্রকাশক ও সম্পাদনাকারী সৌরভ আলম সাবিদ বলেন, ‘হিরো আলমের জীবন থেকে অনুপ্রেরণা নেয়ার মতো অনেক বিষয় রয়েছে, যা বইটিতে উঠে এসেছে।’
তিনি বলেন, ‘এটি পুরোপুরি আত্মজীবনীমূলক গ্রন্থ নয়, বইয়ের অনেকাংশই উদ্দীপনামূলক। পাঠকের কাছে এটি সমাদৃত হবে আশা করছি।’