• বাংলা ডেস্ক
  • ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৭:৩৭
  • ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:০৩:১৭
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

শেষ স্ট্যাটাসে ঘৃণার কথা বলেছিলেন সেই ছিনতাইকারী

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বিমান ছিনতাই ঘটনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আক্ষেপ করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশ।

বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহমুদ পলাশের ফেসবুক থেকে সংগৃহীত।

মাহিবি জাহান নামের ফেসবুক আইডিটি নিহত বিমান ছিনতাই চেষ্টাকারী মাহমুদ পলাশের বলে নিশ্চিত করেছেন বাংলা’র নারায়ণগঞ্জ প্রতিনিধি ইমামুল হাসান।

এর আগে গত ২৫শে জানুয়ারি নিজের ফেসবুক টাইমলাইনে চিত্রনায়িকা স্ত্রী সিমলার সঙ্গে নিজের ছবি দিয়ে একটি কষ্টের গানের সঙ্গে ভিডিও শেয়ার করেন মাহমুদ পলাশ।

ভিডিও দেখতে ক্লিক করুন:

প্রসঙ্গত, ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ গতকাল রোববার ছিনতাইকারীর কবলে পড়েছিল। প্রায় দুই ঘণ্টার টানটান উত্তেজনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ছিনতাই চেষ্টার অবসান হয়।

কমান্ডো অভিযানে উড়োজাহাজে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন। টিকিটে তার নাম মো. মাজিদুল বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল। পরে জানা যায় বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী নারায়ণগঞ্জের সোনারগাঁও সদর উপজেলা থেকে আট কিলোমিটার দূরে ফিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের ছেলে মাহমুদ পলাশ। 

এর আগে উড়োজাহাজটি থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর এলাকায় ভিড় করে অসংখ্য মানুষ। এ ঘটনায় সাতটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।

এবিষয়ে জানতে বাংলা’র পক্ষ থেকে সিমলার ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভড করেননি।

বাংলা/আরএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1596 seconds.