ছবি : সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পরিবাস ওপেনের সেমিফাইনালে আজ শনিবার মুখোমুখি হবে দুই বিশ্বসেরা টেনিস তারকা রজার ফেদেরার ও নাদাল। শেষ চারে ওঠার আগে ফেদেরার ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছে পোল্যান্ডের হাবার্ট হারাবাসকে।
অন্যদিকে সেমিফাইনালে উঠতে অগ্নিপরীক্ষা দিতে হয়েছে নাদালকে। চরম প্রতিকূলতার মাঝেও এ টেনিস তারকা রাশিয়ার খাখানভকে হারিয়েছেন ৭-৬, ৭-৬ গেমে।
তবে ইঞ্জুরি নিয়েও ফেদেরারের সাথে লড়তে প্রস্তুত নাদাল। সেমিফাইনালের আগে নাদাল জানিয়েছেন, আমি চোট থেকে কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করছি। এই ধরনের ম্যাচ খেলতে চাই।
এই দুই টেনিস তারকা সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০১৭ সালে শেষ দিকে সাংহাই মাস্টার্সে। সে যাত্রায় জিতেছিলেন ফেদেরার। তাছাড়া তাদের উভয়ের ৩৮ বারের দেখায় সর্বশেষ পাঁচটিতেই জয় আছে ফেদেরারের। তবে মোট জয়ের সংখ্যায় ২৩-১৫ তে এগিয়ে রয়েছেন ১৭ টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল।
বাংলা/কেআই