• নিজস্ব প্রতিবেদক
  • ১৭ মার্চ ২০১৯ ১৪:৩৭:৩৩
  • ১৭ মার্চ ২০১৯ ১৪:৩৭:৩৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ডোমিনজ পিৎজা এখন বাংলাদেশে

ছবি : সংগৃহীত

ডোমিনজ পিৎজা বাংলাদেশে এর প্রথম রেস্টুরেন্ট নিয়ে অফিসিয়ালি যাত্রা শুরু করেছে। শুক্রবার রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ র‌্যাংগস ফরচুন স্কয়ারে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ডোমিনসের প্রথম রেস্টুরেন্ট’র উদ্বোধন করা হয়।

ডোমিনজ পিৎজা বাংলাদেশে জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেডের সাথে যৌথভাবে ব্যবসা পরিচালনা করবে। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ভারতের অন্যতম বৃহৎ খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এবং গোল্ডেন হারভেস্ট কিউএসআর লিমিটেড বাংলাদেশের স্বনামধন্য গোল্ডেন হারভেস্ট গ্রুপের ব্যবসায়িক সাবসিডিয়ারি। জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড এবং গোল্ডেন হারভেস্ট বাংলাদেশে যৌথভাবে জেভি নামে কাজ করবে। জেভি হচ্ছে জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেডের সংক্ষিপ্ত রূপ।

ডোমিনজ পিৎজা বাংলাদেশে তাদের খাবার মেন্যুকে নতুন ভাবে সাজিয়েছে। মেন্যুতে থাকছে ডোমিনজের আর্ন্তজাতিক বাজারে জনপ্রিয় সবগুলো পিৎজা পাশাপাশি দেশী ভোক্তাদের/গ্রাহকদের জন্য আছে দেশীয় স্বাদের পিৎজা। অতি শীঘ্রই গ্রাহকেরা রেস্টুরেন্টে গরম গরম সুস্বাদু পিৎজা খাবার সুযোগ পাবেন, একই সাথে থাকছে ৩০ মিনিটের ভেতর হোমডেলিভারি দেয়ার ব্যবস্থা।

ডোমিনজ পিৎজা ভোক্তা/গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে পিৎজা সরবাহের উপর সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। ডোমিনজ পিৎজার মূল্যতালিকা শুরু হয়েছে মাত্র ১৪৯ বাংলাদেশী টাকা থেকে। এর ফলে মোটামুটি সকল শ্রেণী পেশার গ্রাহকেরাই ডোমিনজ পিৎজার স্বাদ গ্রহণের সুযোগ লাভ করবেন।

হারি এস. ভার্টিয়া, কো-চেয়ারম্যান, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ‘কৌশলগত ভাবে বাংলাদেশ আমাদের জন্য প্রবল সম্ভাবনাময় একটি বাজার। আমরা গোল্ডেন হারভেস্টের সাথে যৌথভাবে এদেশে ডোমিনজ পিৎজা নিয়ে আসতে পেরে বেশ আনন্দিত। আমরা আশা করি অল্প সময়েই গ্রাহকদের/ভোক্তাদের বিশ্বাস ও সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই সাথে ব্যবসার পরিধিও দ্রুত বৃদ্ধি পাবে।’

উদ্বোধনী অনুষ্ঠান ও ব্যবসার সামগ্রিক দিক নিয়ে প্রতীক পটা, সিইও এবং হোল-টাইম ডিরেক্টর, জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ঢাকায় ডোমিনজ পিৎজার প্রথম রেস্টুরেন্ট উদে¦াধন করতে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশী ভোক্তা/গ্রাহকদের কথা মাথায় রেখে বিগত ১২ মাস ধরে আমরা রেস্টুরেন্টের খাবার মেন্যু তৈরিতে প্রচুর পরিমাণে গবেষণা ও অনুসন্ধান করেছি। ডোমিনজ পিৎজা রেস্টুরেন্টে আর্ন্তজাতিক স্বাদের পিৎজার পাশাপাশি মিলবে দেশীয় স্বাদকে মাথায় রেখে তৈরি করা ডোমিনজ পিৎজা। আমরা বিশ্বাস করি সাশ্রয়ী মূল্যে আমাদের মানসম্মত খাবারগুলো গ্রাহকদের ভেতর সাড়া ফেলতে সক্ষম হবে। সেবাকে সহজতর করতে আমরা বিশ্বমানের একটি এ্যাপ চালু করতে যাচ্ছি। এর মাধ্যমে বাংলাদেশী গ্রাহকেরা অন লাইনে খাবার অর্ডারে ও হোম ডেলিভারির সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাথে পরিচিত হতে পারবেন।”

 

সংশ্লিষ্ট বিষয়

ডোমিনজ পিৎজা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1617 seconds.