এখানে প্রতিদিন শ্যাম্পু করা চুলের স্বাস্থ্যের জন্য ভালো, মনে করেন জাভেদ হাবিব। পুরনো ছবি
চুলে তেল দেওয়া ঠিক কিনা তা নিয়ে সংশয়ে থাকেন অনেকে। যদিও এখনও আমাদের গ্রামগুলোতে মানুষ চুলে তেল দিতেই স্বাচ্ছন্দবোধ করেন। এখনকার কেউ কেউ চুলে তেল দিলেও বা দিতে চাইলেও মনের ভেতর আরেক প্রশ্ন খচখচ করে, কোন তেল তবে ভালো?
চুল বাঁচাতে তেলের ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে বিশ্বখ্যাত হেয়ার স্টাইলিং বিশেষজ্ঞ জাভেদ হাবিব সরাসরি বলেন, হ্যাঁ ভারতীয় উপমহাদেশে চুলের যত্ন নিতে অবশ্যই তেল ব্যবহার করা উচিত।
বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জাভেদ হাবিব বলেন, চুলের জন্য শুধু বাজার থেকে কেনা নানান পণ্যের বিষয়ে বেশি আগ্রহী দেখায় এদেশের মানুষ। সহজ উপায়ে যদি চুলের যত্ন নিতে হয়, তাহলে আমি বলব, প্রতিদিন শ্যাম্পু করার ১০ মিনিট আগে মাথায় তেল লাগালে সবচেয়ে ভালো হয়। সেই তেল হবে অবশ্যই সর্ষের তেল। কারণ এ অঞ্চলের আবহাওয়ায় সর্ষের তেল চুলের জন্য সবচেয়ে উপকারী।
শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানো কি তেলের বিকল্প হতে পারে? -এমন প্রশ্নে জাভেদ হাবিবের সোজা উত্তর, চুলের টেক্সচার কেমন তার ওপর নির্ভর করে কিন্ডশনার কেমন হবে। একেক ধরনের চুলের জন্য একেক ধরনের কন্ডিশনার৷। তাই সবচেয়ে ভালো হয়, নিয়মিত তেল লাগানো, আর শ্যাম্পু করা। তাহলেই অনেক সমস্যার সমাধান হতে পারে।
এ অঞ্চলে বড় আর সাদামাটা চুল রাখতেই মানুষ পছন্দ করে। আবার এখানকার আবহাওয়ায় আর্দ্রতা অনেক বেশি। তাই চুলে ও মুখে তেলচিটে ভাব বেশি থাকে। তাই এখানে প্রতিদিন শ্যাম্পু করা চুলের স্বাস্থ্যের জন্য ভালো।