ছবি: সংগৃহীত
বেসরকারি আলোকচিত্র বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশি ফটোগ্রাফার্স গ্রুপ (বিডিপিজি) এর প্রেসিডেন্ট আহমেদ সামিউর রউফ এবং অরিজিত ভৌমিককের উদ্যোগে ‘লাইট অফ লাইফ’ নামক দুইদিন ব্যপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীটির উদ্বোধন হয় শিল্পকলা জাতীয় চিত্রশালায় ২৯ মার্চ, ২০১৯ বিকাল ৩.৩০ মিনিটে। প্রদর্শনীটি চলবে ৩০ মার্চ, ২০১৯ বিকাল ৬ টা অবধি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রবীণ আলোকচিত্র শিল্পী দেবব্রত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি এর উপ-মহাপরিচালক জনাব নিমাই কুমার দাস।
উক্ত প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন একুশে পদক প্রাপ্ত আলোকচিত্রশিল্পী জনাব গোলাম মোস্তফা, নাফিয আহমেদ নাদভি, রাফিকুল ইসলাম। আরও ছিলেন মীর সামসুল আলম বাবু এবং কে এম জাহাঙ্গীর আলম।
বিডিপিজি এর এবারের প্রতিযোগীতার বিষয় 'লাইট অফ লাইফ' বা জীবনের আলো। আলো জীবনের উৎকর্ষ। সুতরাং আলোহীন মানুষ উৎকর্ষহীন এবং অর্থহীন। এবারের আলোকচিত্রে জীবনের আলোর পাশাপাশি আরও অনেক কিছু উঠে এসেছে।