ছবি: সংগৃহীত
ভিন্নস্বাদের খাবার নিয়ে উত্তরায় যাত্রা শুরু করা রয়েল কুজিনে থাকছে বিশেষ ছাড়। বাঙালির সবচেয়ে বড় উৎসব বৈশাখকে কেন্দ্র করে ছাড় দিচ্ছে রেস্টুরেন্টি। অভিজাত ইন্টেরিয়ারের রেস্তরাটিতে রয়েছে ইন্ডিয়ান, থাই, চায়নিজের পাশাপাশি মুখরোচক দেশি খাবার।
বৈশাখ উপলক্ষ্যে রয়েল কুজিন দিচ্ছে আকর্ষণীয় অফার। সকল প্লাটারে থাকছে বাই ওয়ান গেট ওয়ান অফার। সেই সঙ্গে রেগুলার মেন্যুতেও থাকছে ২০ শতাংশ ছাড়। এছাড়া সব বাফেটে ১৫ শতাংশ ডিস্কাউন্ট। অফারটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
রেস্টুরেটি থেকে খাবারের পাশাপাশি দেখা সুযোগ থাকছে এয়ারপোর্টের বিমানের উঠানামা দারুন দৃশ্য। শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যাবস্থাসহ রকমারি খেলার সামগ্রী। এখানে বিয়ে, গায়ে হলুদ, বিয়েবার্ষিকী, জম্মদিন এবং করপোরেট অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে।
ঠিকানা: নাটোর টাওয়ার(১৪ ফ্লোর), বাড়ি: ৩২/ডি/ই, রোড: ৩, সেক্টর: ৩, উত্তরা, ঢাকা। ফোন ০১৭৭১১২০৮৪০। ফেসবুক পেইজ: www.facebook.com/Royalcuisinebuffet/