• নিজস্ব প্রতিবেদক
  • ১৩ এপ্রিল ২০১৯ ১৮:১৮:৫৬
  • ১৩ এপ্রিল ২০১৯ ১৮:১৮:৫৬
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

টেস্টি টিবেতে এবার নেপালি মমো

ছবি : সংগৃহীত

দেশে বাজারে প্রথমবারের মতো নেপালি মমো নিয়ে এসেছে টেস্টি টিবেত। এবার তাদের নতুন সংযোজন ফ্রোজেন মমো। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির (আইডিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

 যার ফলে  টেস্টি টিবেতের মমো এখন পাওয়া মিলবে ঢাকা বিভিন্ন সুপারশপ এবং গ্রোসারিশপগুলোতে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেস্টি টিবেতের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম এবং আইডিসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফ্রোজেন মমো বাজারে পাওয়া যাবে বীফ এবং চিকেনের ২টি ভিন্ন স্বাদে। ৬পিস, ১২পিস এবং ২৪পিস এই তিন ধরনের প্যাকেটে পাওয়া যাবে মমো। টেস্টি টিবেতের সকল আউটলেট সহ সুপারশপে মিলবে এই মমো। এছাড়া অনলাইন শপ চালডাল ডটকমে মিলবে টেস্টি টিবেতের মমো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1499 seconds.