• বিদেশ ডেস্ক
  • ০৬ মে ২০১৯ ২০:৪২:০৩
  • ০৬ মে ২০১৯ ২০:৪২:০৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বিয়ের প্রস্তাবে বিস্মিত হয়ে গিয়েছিলেন জেসিন্ডা

ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।  গত সপ্তাহে বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বাগদানের খবর প্রকাশিত হয়।

এই খবর প্রকাশের পর সোমবার প্রথম গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে জেসিন্ডা তার বিয়ের প্রস্তাবের ব্যাপারে সাংবাদিকদের জানান, প্রথম যখন তাকে প্রস্তাব দেয়া হয় তখন তিনি একদম বিস্মিত হয়ে গিয়েছিলেন।  পাশাপাশি তিনি উল্লেখ করেন, কবে তারা বিয়ে করবেন সে ব্যাপারে এখনো সময় নির্ধারণ করেননি। এছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও তারা এখনো কোন পরিকল্পনা করেননি।   

জেসিন্ডা জানান, ইস্টার সানডের ছুটিতে ক্লার্ক গেফোর্ড তাকে বিয়ের প্রস্তাব দেন।  এসময় তারা নিউজিল্যান্ডের হকস উপসাগরের মাহিয়া উপদ্বীপে বেড়াতে গিয়েছিলেন।  গেফোর্ড স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং জেসিন্ডার নিরাপত্তা রক্ষীদের সামনে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।  এসময় তিনি এতই বিস্মিত হয়ে গিয়েছিলেন যে একটি কুকুর তার চকোলেট চুরি করে নিয়ে গিয়েছিল তাও টের পাননি।

এরপর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সাংবাদিকদের সামনে রসিকতা করে বলেন, ‘সেটা খুব রোমান্টিক ছিল। ’

রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব পালন করার সময় বিশ্ব নেতাদের বিয়ের ঘটনা একদম বিরল ঘটনাই বলা যেতে পারে।  নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর বিয়ের মাধ্যমে সে ঘটনাটি প্রত্যক্ষ করতে পারবে বিশ্ববাসী।  এছাড়া তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় গত বছর মা হয়েছিলেন। এর আগে ১৯৯০ সালে কেবলমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটেছিল।

৩৮ বছর বয়সি জেসিন্ডা আরডার্ন এবং ৪১ বছরের ক্লার্ক গেফোর্ড যুগলের নিভ টে আরোহা নামে ১০ মাসের একটি কন্যা শিশু রয়েছে।  গেফোর্ড  টেলিভিশনে উপস্থাপনার কাজ করেন পাশাপাশি স্ত্রীর ব্যস্ততার কারণে সন্তানকে দেখাশুনার দায়িত্বও পালন করেন।

উল্লেখ্য, শুক্রবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর আঙ্গুলে হীরার আংটি দেখতে পান সাংবাদিকরা। এরপরই তার বাগদানের খবরটি বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।  প্রধানমন্ত্রীর দফতর থেকে বাগদানের সত্যতা নিশ্চিত করা হয়।

জেসিন্ডা আরডার্ন জানান, তার হাতের বাগদানের আংটিটি ক্লার্ক গেফোর্ডের দাদীর আংটি।

বাংলা/এফকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1487 seconds.