• বিদেশ ডেস্ক
  • ০৭ মে ২০১৯ ১৪:০৫:৩১
  • ০৭ মে ২০১৯ ১৪:০৫:৩১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম নিক্ষেপ করেছে এক বিক্ষোভকারী তরুণী। সোমবার নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে সাধারণ নির্বাচনের আগে এমন ঘটনা শিকার হন মরিসন।

বিবিসি প্রতিবেদনে জানানো হয়, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণপূর্বের ওই শহরটিতে একটি নারী সংঘের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

ডিমটি মরিসনের মাথায় লেগে না ভেঙে ছিটকে নিচে পড়ে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ঘটনাটির পর স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করতে দেখা গেছে। তার বয়স ২৫ বছর বলে জানানো হয়েছে।

এক টুইটে দেশটির প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এমন ডিম নিক্ষেপের ঘটনা এটাই প্রথম না। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলা নিয়ে অস্ট্রেলিয়ান সিনেটর ফ্রেশার অ্যানিং বিরূপ মন্তব্য করায় ১৭ বছর বয়সী এক বালক তার দিকে ডিম ছুঁড়ে মারে।

 

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1445 seconds.