নৃত্যশিল্পী কাজী রায়হান। ছবি: রিয়াদ হোসেন
প্রায় ৩০০ শিল্পীর অংশগ্রহণে ভারতের হায়দ্রাবাদে আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী সুরভি একাডেমি অফ পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উৎসব। এই উৎসবে একক নৃত্য পরিবেশন করবেন বাংলাদেশের নৃত্যশিল্পী কাজী রায়হান। এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করবে স্পেন, জার্মানি ও নেপাল।
বর্তমানে বাংলাদেশের অন্যতম দল তুরঙ্গমীর সাথে কাজ করছেন রায়হান। এর আগে ভারতে দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভেল ও ফিলিপাইনের ইন্টারন্যাশনাল ফেস্টিভেলে অংশগ্রহণ করেছিলেন তিনি। শ্রী সুরভি একাডেমি অফ পারফর্মিং আর্টস কর্তৃক আয়োজিত ৫ম আন্তর্জাতিক গান ও নাচ উৎসবে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বাসিত রায়হান।
রায়হান বাংলা’কে বলেন, 'চতুর্থবারের মতো আমি কোন আন্তর্জাতিক উৎসবে যাচ্ছি। এটা আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশ থেকে আমি আমন্ত্রণ পেয়ে আমি অনেক আনন্দিত। কারণ আমি আমার দেশকে নিজের মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি।যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'