ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করেছেন বিশ্বজুড়ে ‘ডিম বালক’ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার উইল কনোলি। প্রতিবাদী এই কিশোরটি তার জন্য সংগ্রহ করা পাবলিক তহবিলের ৬৯ হাজার ১১৬ ডলার নিউজিল্যান্ডের মসজিদ হামলায় ক্ষতিগ্রস্তদের দান করে দিয়েছে।
মঙ্গলবার কনোলি তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তার পাশে লেখে, অবশেষে ক্রাইস্টচার্চ হামলার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ক্রাইস্টচার্চ ফাউন্ডেশনে বিপুল পরিমাণ অর্থ হস্তান্তর করা হয়েছে।
১৫ মার্চ অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেনটন ট্যারান্টের গুলিতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লিনউড এবং আল নুর মসজিদে ৫১ জন মুসল্লি নিহত হন। নির্মম এই ঘটনার পরদিন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং এক সংবাদ সম্মেলনে এই হামলার জন্য মুসলমানদেরকেই দায়ী বলে উল্লেখ করেছিলেন। সেসময় তার পিছনে দাঁড়িয়েছিল উইল কনোলি নামের কিশোরটি।
কনোলি সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ভেঙে তার এই বক্তব্যের প্রতিবাদ জানায়। অবশ্য এই প্রতিবাদ জানাতে গিয়ে সে সিনেটরের হামলারও শিকার হয়। ফ্রেজার অ্যানিং তাকে চড় থাপ্পড় মারে। এছাড়া পুলিশও তাকে আটক করে। যদিও কয়েক ঘন্টা পর মুক্তি পায় সে।
এই ঘটনার পর বিশ্বজুড়ে নায়কের মর্যাদা পেয়ে যায় উইল কনোলি। সিনেটর কিংবা পুলিশ যদি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাহলে সেই মামলা পরিচালনার জন্য অস্ট্রেলিয়ার জনগণ অনলাইনে কনোলির জন্য অর্থ সংগ্রহ করা শুরু করে। অবশ্য পরবর্তীকালে পুলিশ ওই কিশোরের বিরুদ্ধে কোন অভিযোগ না করায় তার জন্য সংগৃহীত অর্থ বেঁচে যায়।
সেসময় ১৭ বছর বয়সি ওই কিশোরটি জানিয়েছিল, এসব অর্থ সে মসজিদ হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করবে। অবশেষে সে তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। দান করে দিয়েছে সংগৃহীত সব অর্থ।
বাংলা/এফকে