ব্রেনটন হ্যারিসন ট্যারেন্ট। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেনটন হ্যারিসন ট্যারেন্ট নিজেকে নির্দোষ দাবি করেছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই ঘাতক। গত ১৫ মার্চ দুই মসজিদে জুমার নামাজ চলাকালীন নির্বিচারে গুলি চালিয়ে ৫১ জন মুসল্লিকে হত্যা করেন তিনি।
মসজিদে ঢুকে গুলি করার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার সরাসরি সম্প্রচার করে এই যুবক। ভিডিও গেমস খেলার মতো মুসল্লিদের গুলি করেন তিনি।
ব্রেনটনের বিরুদ্ধে ৫১ ব্যক্তিকে হত্যার অভিযোগ এবং ৪০ ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
সেই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর একটি অভিযোগও আনা হয়েছে আলাদাভাবে। নিউজিল্যান্ডের ইতিহাসে এ প্রথম কারো বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।
বিবিসি জানায়, শুক্রবার শুনানি চলাকালীন আদালতে হাজির ছিলেন নিহতের স্বজনরা। ব্রেনটনকে তার আইনজীবী নির্দোষ দাবি করলে তাদের অনেককে অশ্রুসজল অবস্থায় দেখা যায়।
নিউজিল্যান্ডের হাইকোর্টের বিচারক ক্যামেরন ম্যানডার জানান, আগামী বছর ৪ মে এ মামলার বিচারের তারিখ ধার্য করা হয়েছে। এবং ১৬ আগস্ট মামলার রিভিউ শুনানির আগ পর্যন্ত হেফাজতে থাকবে ব্রেনটন।