ছবি : সংগৃহীত
মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে প্রথম রোমানিয়ান হিসেবে উইম্বলডনের শিরোপা জয় করলেন সিমোনা হালেপ। গ্র্যান্ড স্লামের এই শিরোপা জয় করে তিনি রোমানিয়ার টেনিস ইতিহাসে ঢুকে যেতে সক্ষম হয়েছেন।
শনিবার সাতবারের উইম্বলডন জয়ী সেরেনা উইলিয়ামসকে সরাসরি ৬-২, ৬-২ সেটে পরাজিত করেন সিমোনা হালেপ।
এটি অবশ্য হালেপের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। ২০১৮ সালে তিনি ফরাসি ওপেন জয় করে প্রথম কোন গ্র্যান্ড স্লামের শিরোপা করায়ত্ত্ব করেছিলেন।
বাংলা/এফকে