• বিদেশ ডেস্ক
  • ২২ জুলাই ২০১৯ ১৫:৪১:৪৪
  • ২২ জুলাই ২০১৯ ১৫:৪১:৪৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

চাবি ছিনতাই করে কারাবন্দিদের রাতভর তাণ্ডব

ছবি : নিউজ ডট কম ডট এইউ থেকে নেয়া।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি কারাগারের বন্দিরা চাবি ছিনতাই করে রাতভর ছাদের তাণ্ডব চালানোর খবর পাওয়া গেছে। এ ঘটনার পর রবিবার রাত সাড়ে আটটার দিকে জরুরি অবস্থার ঘোষণা করে কারাগার কর্তৃপক্ষ। সাধারণত ওই কারাগারে যুবক কিংবা কিশোর কারাবন্দি হিসেবে রাখা হয়।

দেশটির প্রধান সারির সংবাদ সংস্থা নিউজ কর্প অস্ট্রেলিয়া’র মালিকানাধী ‘নিউজ ডট কম ডট এইউ’ এমন খবর প্রকাশ করে।

ওই খবরে বলা হয়, বেশ কয়েকজন কারাবন্দি সেলের ভেতর মারামারি শুরু করলে পুলিশ হস্তক্ষেপ করে। সেখানে পুশিল কর্মকর্তারা প্রবেশ করা মাত্রই চাবি ছিনিয়ে নিয়ে ছাদে উঠে যান অভিযুক্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন আহত হয়েছে। যার মধ্যে দুইজনকে কোপানো হয়।

সোমবার সকালেও কারাগারটির ছাদে সাতজন বন্দিকে দেখা গেছে। এর মধ্যে একজনকে র‌্যাকেট দিয়ে পুলিশের দিকে টেনিস বল ছুড়তেও দেখা যায়।

এ বিয়ে পুলিশ জানায়, হাতে তৈরি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে সেলের ভেতর বন্দিরা পুলিশকে কাবু করে ফেলে।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ জানায়, তাণ্ডবের প্রায় ১১ ঘণ্টা পর ১৮ বছর বয়সী একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। তার মুখে কোপের দাগ দেখা গেছে।

বাংলা/এনএস

সংশ্লিষ্ট বিষয়

কারাবন্দি অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1594 seconds.